গুরুত্বপুর্ন - আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না করাটাই শ্রেয়। এটি Bazar333 এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি Bazar333 এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।

 

আমাদের ওয়েবসাইট ভিজিট এবং/অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং/অথবা কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।

 

যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।

 

১/প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টকঃ  

 

কোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে  

তাহলে Bazar333 যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী

রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।

 

আমাদের ওয়েবসাইট Bazar333 ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা

বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট  

সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।

 

আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো  

সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন

কিংবা ক্যান্সেল ও করতে পারেন। Bazar333 যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে।

Bazar333, আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবেনা।

 

২/প্রোডাক্টসঃ

 

আমাদের সকল প্রোডাক্ট Bazar333 এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং  

এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।

 

Bazar333 সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্ট এর কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য

এবং সিলেকশনের অপশন দেয়ার। তারপর ও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশন এর জন্য প্রোডাক্ট এর কালার কিংবা  

সাইজ ভিন্ন দেখা যেতে পারে। তাই Bazar333 নিশ্চয়তা দিতে পারেনা যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্ট এর ছবির মত হবে। যদি কোন প্রোডাক্ট  

ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট টি অব্যাবহৃত অবস্থায় আমাদের Return and Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন।  

তাছাড়া, যেকোন প্রোডাক্ট এর স্টক কে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।

 

৩/বিলিং এবং একাউন্ট ইনফরমেশনঃ

 

আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি  

সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ,

প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা

করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল  

করার ও অধিকার রাখি আমরা।

 

একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি

প্রকাশ করছেন। এছাড়া ও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে  

সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।

 

একটা ফোন নাম্বার বা মেইল এড্রেস অথবা একাউন্ট ইনফরমেশন দিয়ে কাস্টমার একাধিক একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেনা। যদি কোনভাবে করতে সক্ষমও হন,  

আমাদের অফার, ডিস্কাউন্ট, ডিলস, কুপন কিংবা আকস্মিক অফার একের অধিক নিতে পারবেন না এবং সাবমিট করা অর্ডার ক্যান্সেল হতে পারে।

 

৪/ডিসকাউন্টঃ

 

কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্ট এর সাধারন প্রাইস কে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড এর অর্ডার সাকসেস হবার পর  

সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সেঞ্জ হবেনা। এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিস্কাউন্ট বা অফার  

নিতে পারবেন না। প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লিখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশুন গুলো ওয়েবসাইটে উল্লেখ  

থাকে, তাই অফার নেয়ার আগে টার্মস গুলো দেখ নেয়ার সুযোগ রয়েছে। Bazar333 কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন  

বা বাতিল করার অধিকার রাখে।

 

৫/থার্ড পার্টি লিংকঃ

 

বেস্ট কাস্টমার সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করলেও কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস এর সেবা থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা থার্ড পার্টি  

প্রোভাইডরের লিংক প্রোভাইড করি, সেসব ক্ষেত্রে লিংক প্রবেশের মাধ্যমের আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন, যাদের সাথে আমরা এফিলিয়েটেড না। এসব থার্ডপার্টি ওয়েবসাইট

লিংক ব্যাবহার করে সার্ভিস ব্যাবহার গ্রহন করলে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে সেই দায়ভার Bazar333 এর না।

 

থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো থেকে কোন ড্যামেজ প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্স, কন্টেন্ট কিংবা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হলে সেই দায়ভার Bazar333 নিবেনা।  

থার্ডপার্টি থেকে কোন প্রোডাক্ট নেয়ার আগে কিংবা ট্রানজেকশন করার আগে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকল। থার্ডপার্টি থেকে নেয়া যেকোন প্রোডাক্ট  

রিলেটেড কমপ্লেইন, ক্লেইম, কিংবা প্রশ্ন থার্ডপার্টিদের কে করতে হবে।

 

৬/ভুল তথ্য এবং ত্রুটিঃ  

 

অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট  

এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে

পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্ট এর অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে।  

যেমন ২২০০ টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে ২২.০০ হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।  

 

৭/অর্ডার ক্যান্সেলঃ

Bazar333 সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে। তাই, যেকোন প্রোডাক্ট অথরাইজড ভেন্ডর থেকে রিসিভ করে ডেলিভারির আগে কোয়ালিটি চেক করা হয়। তাই, কোন প্রোডাক্ট এর কোয়ালিটি চেক করার পর প্রোডাক্ট এ কোন সমস্যা থাকলে Bazar333 সেই অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, আমরা চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে বেস্ট শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার। এছাড়া ও কোন প্রোডাক্ট স্টক না থাকলে কিংবা স্টক আউট হয়ে গেলেও Bazar333 সেই অর্ডার টি ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, কিছু কিছু কারনে প্রোডাক্ট স্টক আগে থেকে বোঝা যায়না। যেমন, অপ্রত্যাশিত ইনভেন্টরি সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, ভেন্ডর স্টক আপডেট সমস্যা বা অপ্রত্যাশিত অন্য কোন সমস্যা বা হঠাত কোন প্রোডাক্ট এর চাহিদা বেড়ে গিয়ে স্টক আউট হয়ে গেলে এবং কোন অতিরিক্ত অর্ডার থাকলে তা ক্যান্সেল এবং রিফান্ড করা হতে পারে।

 

নিষিদ্ধ ব্যবহারঃ

 

যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।

 

(ক) অনৈতিক কাজে ব্যাবহার করা।

(খ) অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।

(গ) যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।

(ঘ) আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।

(ঙ) লিঙ্গ, যৌন প্রবণতা, ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য

ব্যাবহার করা।

(চ) ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।

(ছ) ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা যা সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।

(জ) অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।

(ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।

(ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।

(চ) সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।

 

এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।গুরুত্বপুর্ন - আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো।  

আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং

কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না করাটাই শ্রেয়। এটি Bazar333 এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর

বা আমরা হচ্ছি Bazar333 এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।

 

আমাদের ওয়েবসাইট ভিজিট এবং/অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং  

আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং  

কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং/অথবা কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।

 

যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন।  

তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।

 

১/প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টকঃ  

 

কোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে  

তাহলে Bazar333 যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী

রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।

 

আমাদের ওয়েবসাইট Bazar333 ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা

বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট  

সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।

 

আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো  

সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন

কিংবা ক্যান্সেল ও করতে পারেন। Bazar333 যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে।

Bazar333, আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবেনা।

 

২/প্রোডাক্টসঃ

 

আমাদের সকল প্রোডাক্ট Bazar333 এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং  

এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।

 

Bazar333 সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্ট এর কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য

এবং সিলেকশনের অপশন দেয়ার। তারপর ও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশন এর জন্য প্রোডাক্ট এর কালার কিংবা  

সাইজ ভিন্ন দেখা যেতে পারে। তাই Bazar333 নিশ্চয়তা দিতে পারেনা যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্ট এর ছবির মত হবে। যদি কোন প্রোডাক্ট  

ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট টি অব্যাবহৃত অবস্থায় আমাদের Return and Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন।  

তাছাড়া, যেকোন প্রোডাক্ট এর স্টক কে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।

 

৩/বিলিং এবং একাউন্ট ইনফরমেশনঃ

 

আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি  

সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ,

প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা

করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল  

করার ও অধিকার রাখি আমরা।

 

একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি

প্রকাশ করছেন। এছাড়া ও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে  

সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।

 

একটা ফোন নাম্বার বা মেইল এড্রেস অথবা একাউন্ট ইনফরমেশন দিয়ে কাস্টমার একাধিক একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেনা। যদি কোনভাবে করতে সক্ষমও হন,  

আমাদের অফার, ডিস্কাউন্ট, ডিলস, কুপন কিংবা আকস্মিক অফার একের অধিক নিতে পারবেন না এবং সাবমিট করা অর্ডার ক্যান্সেল হতে পারে।

 

৪/ডিসকাউন্টঃ

 

কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্ট এর সাধারন প্রাইস কে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড এর অর্ডার সাকসেস হবার পর  

সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সেঞ্জ হবেনা। এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিস্কাউন্ট বা অফার  

নিতে পারবেন না। প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লিখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশুন গুলো ওয়েবসাইটে উল্লেখ  

থাকে, তাই অফার নেয়ার আগে টার্মস গুলো দেখ নেয়ার সুযোগ রয়েছে। Bazar333 কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন  

বা বাতিল করার অধিকার রাখে।

 

৫/থার্ড পার্টি লিংকঃ

 

বেস্ট কাস্টমার সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করলেও কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস এর সেবা থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা থার্ড পার্টি  

প্রোভাইডরের লিংক প্রোভাইড করি, সেসব ক্ষেত্রে লিংক প্রবেশের মাধ্যমের আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন, যাদের সাথে আমরা এফিলিয়েটেড না। এসব থার্ডপার্টি ওয়েবসাইট

লিংক ব্যাবহার করে সার্ভিস ব্যাবহার গ্রহন করলে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে সেই দায়ভার Bazar333 এর না।

 

থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো থেকে কোন ড্যামেজ প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্স, কন্টেন্ট কিংবা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হলে সেই দায়ভার Bazar333 নিবেনা।  

থার্ডপার্টি থেকে কোন প্রোডাক্ট নেয়ার আগে কিংবা ট্রানজেকশন করার আগে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকল। থার্ডপার্টি থেকে নেয়া যেকোন প্রোডাক্ট  

রিলেটেড কমপ্লেইন, ক্লেইম, কিংবা প্রশ্ন থার্ডপার্টিদের কে করতে হবে।

 

৬/ভুল তথ্য এবং ত্রুটিঃ  

 

অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট  

এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে

পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্ট এর অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে।  

যেমন ২২০০ টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে ২২.০০ হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।  

 

৭/অর্ডার ক্যান্সেলঃ

Bazar333 সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে। তাই, যেকোন প্রোডাক্ট অথরাইজড ভেন্ডর থেকে রিসিভ করে ডেলিভারির আগে কোয়ালিটি চেক করা হয়। তাই, কোন প্রোডাক্ট এর কোয়ালিটি চেক করার পর প্রোডাক্ট এ কোন সমস্যা থাকলে Bazar333 সেই অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, আমরা চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে বেস্ট শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার। এছাড়া ও কোন প্রোডাক্ট স্টক না থাকলে কিংবা স্টক আউট হয়ে গেলেও Bazar333 সেই অর্ডার টি ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, কিছু কিছু কারনে প্রোডাক্ট স্টক আগে থেকে বোঝা যায়না। যেমন, অপ্রত্যাশিত ইনভেন্টরি সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, ভেন্ডর স্টক আপডেট সমস্যা বা অপ্রত্যাশিত অন্য কোন সমস্যা বা হঠাত কোন প্রোডাক্ট এর চাহিদা বেড়ে গিয়ে স্টক আউট হয়ে গেলে এবং কোন অতিরিক্ত অর্ডার থাকলে তা ক্যান্সেল এবং রিফান্ড করা হতে পারে।

 

নিষিদ্ধ ব্যবহারঃ

 

যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।

 

(ক) অনৈতিক কাজে ব্যাবহার করা।

(খ) অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।

(গ) যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।

(ঘ) আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।

(ঙ) লিঙ্গ, যৌন প্রবণতা, ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য

ব্যাবহার করা।

(চ) ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।

(ছ) ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা যা সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।

(জ) অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।

(ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।

(ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।

(চ) সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।

 

এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।

 

 

 

 

IMPORTANT - READ THESE TERMS CAREFULLY BEFORE USING OUR PRODUCTS OR USING OUR SERVICES. BY PURCHASING OR USING ANY PRODUCTS, SOFTWARE, SCRIPTS OR SERVICES YOU ACKNOWLEDGE THAT YOU HAVE READ THIS LICENSE AGREEMENT, THAT YOU UNDERSTAND IT, AND THAT YOU AGREE TO BE BOUND BY ITS TERMS. YOU BEAR ALL RISK OF DATA LOSS ASSOCIATED WITH IT. IF YOU DO NOT AGREE TO THE TERMS AND CONDITIONS OF THIS LICENSE AGREEMENT, DO NOT DOWNLOAD OR INSTALL OR USE OUR PRODUCTS OR SERVICES.

 

Bazar333 and you are agreeing to an End-User License Agreement (the "Agreement") (hereinafter "licensor/we") and you, as either an individual or as a business entity (hereinafter "you"), who is being licensed to use any products or services (hereinafter "Products") sell, advertise or delivered by our company.

 

You emerge as a consumer of the internet site and interact in our `Services' through journeying it and shopping some thing from us. Such engagement will consecutively suggest the consumer agreeing to be certain through the subsequent phrases and situations (additionally mentioned as “Terms of Service”, “Terms of use” or “Terms”), such as the ones extra phrases & situations and regulations referenced herein and/or to be had through hyperlink. Those who're browsers, vendors, customers, merchants, affiliations, or individuals of content material are all situation to the Terms of Service.

 

Our website or services require you to read these Terms of Service carefully before accessing or using them. These Terms of Service are legally binding upon you by accessing or using any part of the website. Unless you agree to all the Terms of this agreement, you are prohibited from accessing the website or using any of its services.

 

The Terms of Service in force shall apply to any new addition of features, services, or tools. At any time, you can review the most up-to-date version of the Terms of Service on this page. We have the authority to alter or replace any portion of these Terms and Conditions by posting updates and/or changes on our website. To stay informed about the Terms, please check this page regularly for updates. Following the posting of any changes, you must continue to use or access the website in accordance with their acceptance.

 

SECTION 1- GENERAL TERMS AND CONDITIONS

By acknowledging these Terms of Service, you represent that you are at the age of majority in your present State or Province of residence, or that you have given us your consent to allow any of your minor dependents to use this website where you are the age of majority in your State or Province of residence.

 

You are prohibited from using our products for any purpose that is illegal or unauthorized, in the use of the Service, violate any laws in your jurisdiction (including but not limited to copyright laws).  Transmission of any worms, viruses, or code of a destructive nature is prohibited. Your Services will be terminated immediately if any of the Terms are breached or violated.

 

We have the right to deny service to anyone for any reason at any time. You understand that your content (not including credit card information), may be transferred unencrypted and may involve the following:

 

(a) transmissions over various networks; and

(b) changes to conform and adapt to the technical requirements of connecting networks or devices.

 

You agree not to reproduce, duplicate, copy, sell, resell or exploit any portion of the Service, use of the Service, or access to the Service on the website through which the service is provided, without express written permission by us.

 

SECTION 2 – AVAILABILITY AND PRICING

All items are subject to change in availability and pricing. If the product(s) and services you ordered are out of stock, Bazar333 will inform you as soon as possible. If payment is not made in advance, Customer Care will provide similar alternatives or refunds.

 

Visiting and/or purchasing anything from Bazar333 requires You must acknowledge that due to the business's nature, availability may change even after an order is placed. Customer Care will give you alternatives or the option to cancel your order if the product is no longer available.

 

All prices are subject to change without notification, and while every effort is made to ensure the accuracy of the prices displayed on Bazar333, they are not guaranteed to be accurate. If the displayed price is different from the actual price, we will inform you before dispatching the order and you will have the option to continue with the order or not.

 

We may modify or discontinue any Service (or any part or content thereof) without notifying you at any time. The provider shall not be liable to any customer or any third party for any modification, price change, suspension, or discontinuance of the service.

 

SECTION 3 – PRODUCTS

Bazar333 is the only store where products can be purchased online. Our Return and Replacement Policy only covers returns and exchanges for these products or services, which may have limited quantities.

 

Bazar333 has made every reasonable attempt to present the product in its authentic color and precise size. Variations in the product's color or size may happen because of your device's display settings, technical issues, and differences in display. Hence, Bazar333 can't assure that the bodily product will appearance precisely just like the show image. If a product from Bazar333 isn't always as described, your sole treatment is to go back it unused through enjoyable all of the situations as in step with our Return and Replacement Policy.

 

We reserve the proper however aren't obligated, to restriction the income of our merchandise or Services to any person, geographic vicinity or jurisdiction. We can also additionally workout this proper on a case-by-case basis. We reserve the proper to restriction the portions of any services or products that we offer, at any time. All descriptions of merchandise or product pricing are issue to extrade at any time with out notice, at the only discretion of us. We reserve the proper to stop any product at any time.

 

SECTION 4 – ACCURACY OF BILLING AND ACCOUNT INFORMATION

We reserve the proper to refuse any order you area with us. We may also, in our sole discretion, restrict or cancel portions bought according to character or according to order. These regulations may also encompass orders positioned with the aid of using or below the identical patron account, the identical credit score card, and/or orders that use the identical billing and/or transport deal with. In the occasion that we make a alternate to or cancel an order, we may also try and notify you with the aid of using contacting thru the telecellsmartphone quantity or email supplied on the time the order become made. We reserve the proper to restrict or restrict orders that, in our sole judgment, seem like positioned with the aid of using dealers, resellers or distributors.

 

As a traveler or a patron, you settle to offer current, entire and correct account records for all purchases made at our store. You additionally comply with right away replace your account and different records, which includes your e-mail deal with and credit score card numbers and expiration dates, in order that we will entire your transactions and phone you as needed.

 

Each person debts need to be created below one specific registered Cell Phone quantity, and e-mail deal with of the person. Multiple debts can't be created below the identical records as mentioned. In such an occasion the person can't avail greater than as soon as any of the offers, deals, cut price coupons, or Gift Coupons in the course of campaigns or different occasional sales.

 

SECTION 5 – DISCOUNTS & ALLOWANCES

Discounts and allowances (coupon code, promo code, occasional gives or sign-up provide, etc.) are discounts of the primary charge of merchandise or services. The fee of the cut price coupon or present card will now no longer be refunded on returns or exchanges after the usage of it for a a hit order from Bazar333. Users having more than one debts below the equal Cell Phone number, or electronic mail cope with can't avail of the reductions or gives greater than once, as is the policy. Promotional SMS might also additionally handiest incorporate the primary content material of the provide however phrases and situations are noted at the website. Bazar333 holds the proper to change/revise/alter any Discount gives OR Promotional Allowances with out earlier notice. The purchaser is entitled to conform accordingly.

 

SECTION 5 – DISCOUNTS & ALLOWANCES

Discounts and allowances (coupon code, promo code, occasional gives or sign-up provide, etc.) are discounts of the primary charge of merchandise or services. The fee of the cut price coupon or present card will now no longer be refunded on returns or exchanges after the usage of it for a a hit order from Bazar333. Users having more than one debts below the equal Cell Phone number, or electronic mail cope with can't avail of the reductions or gives greater than once, as is the policy. Promotional SMS might also additionally handiest incorporate the primary content material of the provide however phrases and situations are noted at the website. Bazar333 holds the proper to change/revise/alter any Discount gives OR Promotional Allowances with out earlier notice. The purchaser is entitled to conform accordingly.

SECTION 7 – PERSONAL INFORMATION

Our Privacy Policy governs your submission of personal information through the store. Visit our website to learn more about our Privacy Policy.

 

SECTION 8 – ERRORS, INACCURACIES, AND OMISSIONS

Occasionally there can be facts on our internet site or a few Services containing typographical errors, inaccuracies or omissions which can relate to product descriptions, pricing, promotions, offers, product delivery expenses and availability. We reserve the proper to accurate any errors, inaccuracies or omissions, and to extrade or replace facts or cancel orders if any facts, on our or on any associated internet site, is incorrect at any time with out previous knowledge (together with after you've got got submitted your order or concern).

 

We adopt no duty to replace, amend or make clear facts on our or on any associated internet site, together with with out limitation, pricing facts, besides as required via way of means of law.

 

No special replace or refresh date carried out withinside the Service or, on any associated internet site, must be taken to suggest that each one facts withinside the Service or on any associated internet site has been changed or updated.

 

SECTION 9 – ORDER CANCELLATION

Bazar333 guarantees to supply nice and real merchandise to its clients. Therefore, BAZAR333.COM continually runs Quality Control tests after receiving the ordered product from the legal vendors. Bazar333 reserves all rights to cancel any order of the purchaser after locating any nice problem from Quality Control tests of the ordered product, as we purpose to present our clients the fine on-line buying experience.

 

Bazar333 additionally reserves all rights to cancel any order if the ordered product is unavailable or if it's far out-of-inventory. Product unavailability can't be predetermined or expected through the internet site, whether or not it's far because of unavoidable stock control problems, internet site control problems, supplier inventory replace problems or some other unpredictable reason

 

SECTION 10 – PROHIBITED USES

In addition to different prohibitions as set forth withinside the Terms of Service, you're prohibited from the use of the internet site or its contents:

 

(a) for any illegal purpose;

(b) to solicit others to carry out or take part in any illegal acts;

(c) to violate any international, federal, provincial or country wide regulations, rules, laws, or nearby ordinances;

(d) to infringe upon or violate our highbrow assets rights or the highbrow assets rights of others;

(e) to harass, abuse, insult, harm, defame, slander, disparage, intimidate, or discriminate primarily based totally on gender, sexual orientation, religion, ethnicity, race, age, country wide origin, or disability;

(f) to put up fake or deceptive records;

(g) to add or transmit viruses or another sort of malicious code with a purpose to or can be utilized in any manner with a purpose to have an effect on the capability or operation of the Service or of any associated internet site, different websites, or the Internet;

(h) to acquire or tune the private records of others;

(i) to spam, phish, pharm, pretext, spider crawl, or scrape;

(j) for any obscene or immoral purpose; or

(k) to intrude with or evade the safety functions of the Service or any associated internet site, different websites, or the Internet.

 

We reserve the proper to terminate your use of the Service or any associated internet site for violating any of the prohibited uses.

 

SECTION 11 - DISCLAIMER OF WARRANTIES; LIMITATION OF LIABILITY

We do now no longer guarantee, constitute or warrant that your use of our carrier can be uninterrupted, timely, steady or blunders-loose. We do now no longer warrant that the outcomes that can be loose from blunders received from the usage of the carrier can be correct or reliable. User ought to apprehend that, on occasion we may also do away with the carrier for indefinite intervals of time or cancel the carrier at any time, with out previous word to you, below unique circumstances.

 

You expressly agree that your use of, or incapacity to apply the carrier is purely your risk. The carrier and all services and products brought to you via the carrier are (besides as expressly said via way of means of us) furnished `as is' and 'as to be had' in your use, with none representation, warranties or situations of any type, both specific or implied, consisting of all implied warranties or situations of merchantability, merchantable quality, health for a specific purpose, durability, title, and non-infringement.

 

In no case shall Bazar333, our directors, officers, employees, affiliates, agents, contractors, interns, suppliers, vendors, carrier vendors or licensors be responsible for any injury, loss, declare, or any direct, oblique, incidental, punitive, special, or consequential damages of any type, consisting of, with out limitation, misplaced profits, misplaced revenue, misplaced savings, lack of data, substitute costs, or any comparable damages, whether or not primarily based totally in contract, tort (consisting of negligence), strict legal responsibility or in any other case, bobbing up out of your use of any of the carrier or any merchandise procured the use of the carrier, or for some other declare associated in any manner on your use of the carrier or any product, consisting of, however now no longer confined to, any mistakes or omissions in any content, or any loss or harm of any type incurred due to the usage of the carrier or any content (or product) posted, transmitted, or in any other case made to be had through the carrier, despite the fact that counseled in their possibility.

 

It ought to additionally be said that maximum of Bazar333's merchandise deliver a Warranty, the consumer can avail of the guarantee at once at any emblem legal Servicing Point or via Bazar333 as well.

 

However, any use of the product that outcomes in any injury, loss, or harm whether or not direct or oblique, will now no longer make Bazar333 responsible for presenting servicing centers furnished that, such direct or oblique use and the outcomes thereof, isn't included nor supported via way of means of the provisions below the goods accompanying Warranty.

 

For greater information, please go to our Warranty Policy page.

SECTION 12 – INDEMNIFICATION

As a person of the internet site and the offerings therein, you compromise to indemnify, shield and maintain Bazar333 innocent and our parent, subsidiaries, affiliates, partners, officers, directors, agents, contractors, licensors, carrier providers, subcontractors, suppliers, vendors, interns and employees, innocent from any declare or demand, inclusive of affordable attorneys` fees, made through any 0.33 birthday birthday celebration because of or springing up from your breach of those Terms of Service or any files they comprise through reference or your violation of any regulation or the rights of a 0.33-birthday birthday celebration.

 

SECTION 13 – SEVERABILITY

In the occasion that any provision of those Terms of Service is decided to be unlawful, void or unenforceable, such provision shall though be enforceable to the fullest volume accredited through relevant regulation, and the unenforceable element will be deemed to be severed from those Terms of Service, such dedication shall now no longer have an effect on the validity and enforceability of every other ultimate provisions.

 

SECTION 14 – TERMINATION

The responsibilities and liabilities of the events incurred previous to the termination date shall live to tell the tale the termination of this settlement for all purposes. These Terms of Service are powerful until and till terminated through both you or us. You can also additionally terminate those Terms of Service at any time through notifying us which you now no longer desire to apply our Services, or whilst you stop the use of our web website online.

 

If, in our sole judgment, you fail or we suspect which you have did not follow any time period or provision of those Terms of Service, we additionally can also additionally terminate this settlement at any time with out observe and you may continue to be responsible for all quantities due as much as and inclusive of the date of termination; and/or therefore can also additionally deny you get admission to to our Services (or any component thereof as can be deemed fit).

 

The failure people to workout or put in force any proper or provision of those Terms of Service shall now no longer represent a waiver of such proper or provision. Any ambiguities withinside the interpretation of those Terms of Service shall now no longer be construed in opposition to the drafting birthday birthday celebration.

 

These Terms of Service and any rules or working regulations published through us in this web website online or in admire to The Service constitutes the whole settlement and information among you and us and govern your use of the Service, superseding any previous or contemporaneous agreements, communications, and proposals, whether or not oral or written, among you and us (inclusive of, however now no longer restrained to, any previous variations of the Terms of Service).

 

SECTION 15 – GOVERNING LAW

These Terms of Service and any separate agreements wherein we offer you Services will be ruled through and construed and interpreted according with the relevant legal guidelines governing eCommerce in Bangladesh. Any and all actionable felony claims or complaints bobbing up out of, or in connection to this internet site, have to be introduced inside the jurisdiction of a capable Court in Bangladesh.

 

SECTION 16 – CHANGES TO TERMS OF SERVICE

You can evaluate the maximum present day model of the Terms of Service at any time in this page.

 

We reserve the right, at our sole discretion, to update, alternate or update any a part of those Terms of Service through posting updates and adjustments to our internet site. It is your duty to test our internet site periodically for adjustments. Your persevered use of or get entry to to our internet site or the Service following the posting of any adjustments to those Terms of Service constitutes recognition of these adjustments.